জঙ্গিবাদবিরোধী প্রচারণার জন্য বিশেষ সম্মাননা পেলেন নারীবাদী কলামিস্ট ও ‘আজ সারাবেলা’র সম্পাদক জব্বার হোসেন। শনিবার (২৭ অক্টোবর) রাজধানীর হোটেল রেডিসনে সুচিন্তা ফাউন্ডেশন আয়োজিত ‘২১ আগস্ট : বাংলাদেশের রাজনীতির বর্তমান-ভবিষ্যৎ’ শিরোনামে এক আলোচনা সভায় এই সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। অনুষ্ঠানে ঢাকা ও চট্টগ্রাম সুচিন্তার আরও ৯ জনকে সম্মাননা প্রদান করা হয়।
Advertisement
এই সম্মাননা পাওয়ায় রোববার এক প্রতিক্রিয়ায় জব্বার হোসেন জাগো নিউজকে বলেন, ‘জঙ্গিবাদ শুধু বাংলাদেশে নয়, বিশ্বজুড়ে একটি উপদ্রব। ধর্মের ভুল আর মিথ্যা ব্যাখ্যা দিয়ে জঙ্গিরা মানুষকে বিভ্রান্ত করে। তরুণদের ভুল পথে নিয়ে যায়। মানুষ আত্মঘাতী হয়, হত্যা করে অন্যকে। জঙ্গিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কাজ করছে সুচিন্তা ফাউন্ডেশন। এই সম্মাননা আমার নয়, সুচিন্তা’র সকলের। সেইসঙ্গে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সচেতন সকল মানুষের।’
এটি জঙ্গিবাদবিরোধী কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ তার দ্বিতীয় সম্মাননা। এর আগে মৌলবাদ ও জঙ্গিবাদবিরোধী কার্যক্রমে ভূমিকা রাখার জন্য জব্বার হোসেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকেও সম্মাননা পান।
শনিবারের ওই আলোচনা সভায় সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত একটি প্রেজেন্টেশনের মাধ্যমে বিএনপি + বঙ্গবন্ধুর ঘাতক + রাজাকার + জামায়াত + যুদ্ধাপরাধী + জঙ্গি = একই সূত্রে গাঁথা, এটাই সামাজিক রাজনৈতিক দর্শনের সূত্রে প্রমাণ করেন।
Advertisement
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, মুক্তিযোদ্ধা ও নারী নেত্রী রোকেয়া কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল ও বিশিষ্ট সাংবাদিক মোজাম্মেল বাবু।
উল্লেখ্য, ঢাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এবং চট্টগ্রামে মাদরাসায় জঙ্গিবাদবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে সুচিন্তা ফাউন্ডেশন।
জেডএ/জেআইএম
Advertisement