ইতালির রোমে ‘কানেক্ট বাংলাদেশে’র তিন দিনব্যাপী রোম সম্মেলন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় উদ্বোধন করা হয়। ‘বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার’ স্লোগান সামনে রেখে কানেক্ট বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ৬০ বিশিষ্টজন অংশগ্রহণ করেন।
Advertisement
অনুষ্ঠানে সাংগঠনিক বিষয় ছাড়াও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা, দ্বৈত নাগরিকত্ব আইনে প্রবাসীদের স্বার্থবিরোধী ধারা বাতিল, প্রবাসীদের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং সম-সাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
প্রথম অধিবেশনে ইতালির সমন্বয়ক নুরুল আমিনের সভাপতিত্বে ও শামসুল আলম পাখীর পরিচালনায় বক্তব্য রাখেন- লুৎফা হাসিন রজী, মনসুর চৌধুরী, আখী সীমা কাওসার, সিব্বির আহমেদ, সিকদার গিয়াস উদ্দিন প্রমুখ।
এমআরএম/জেআইএম
Advertisement