বাংলাদেশি মালিকানাধীন ফেলডা মোবাইল কোম্পানির সিইও প্রকৌশলী সাব্বির চৌধুরী বলেছেন, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য সহজে বাংলাদেশে টাকা পাঠানোর সুবিধা নিয়ে ‘ইউপে ফেলমো’ চালু করেছে মোবাইল ব্যাংকিং অ্যাপ সুবিধা। এ অ্যাপের মাধ্যমে প্রবাসীরা সহজেই দেশে তাদের পরিবারের কাছে টাকা পাঠাতে পারবেন। প্রেরিত টাকা ইউপে গ্রাহক ছাড়াও বিভিন্ন ব্যাংক, এজেন্ট এবং এটিএম মেশিন থেকে উত্তোলন করা যাবে।
Advertisement
শুক্রবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় কুয়ালামপুরের রয়েল চুলান হোটেলে ‘ইউপে ফেলমো’ আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাব্বির চৌধুরী এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অবৈধপন্থায় টাকা না পাঠাতে প্রবাসীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে মাঠ পর্যায়ে কাজ করতে হবে।’
হুন্ডি দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর জানিয়ে বৈধ উপায়ে দেশে টাকা পাঠানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।
Advertisement
অন্যদের মধ্যে বাংলাদেশ ইউসিবিএল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সাইদুর রহমান, ইনসেনটিভ রেমিট্যান্সের সিইও মানিন-দর বুলার, মালয়েশিয়ার ভিসা কার্ডের সিইও মাই লিং প্রমুখ উপস্থিত ছিলেন।
এসআর/পিআর