রিখটার স্কেলের ৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল গ্রিস। দেশটির স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে এ শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গ্রিসে শক্তিশালী ভূমিকম্পের পর কেঁপে উঠেছে জাপানও। ৫.৬ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Advertisement
গ্রিসের পশ্চিম উপকূলে রিখটার স্কেল ৬.৮ মাত্রায় ভূমিকস্প অনুভূত হয়। স্থানীয় সময় রাত ১১টা দিকে এ ভূমিকম্পে ১৫ থেকে ২০ সেমি পর্যন্ত সুনামির ঝড় উঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পর পর তিনটে আফটার শকে তাদের ঘুম ভেঙে যায়। সবচেয়ে বেশি সময় ধরে যে কম্পন হয় তাতে তাদের বাড়ির বেশ কিছু আসবাবপত্র জায়গা থেকে সরে যায়।
এদিকে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হলেও তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে তীব্র আতঙ্কে বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।
Advertisement
অন্যদিকে গ্রিসে ভূমিকম্পের পর কেঁপে উঠেছে জাপান। দেশিটিতে রিখটার স্কেল ৫.৬ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভূমিকম্পে সুনামির কোনো সতর্কতা নেই এবং কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
আরএস/এমএস