আন্তর্জাতিক

৯৪ বছরের বৃদ্ধার সঙ্গে ১০২ বছরের বৃদ্ধের অশালীন আচরণ

অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনির পূর্বাঞ্চলে একটি বৃদ্ধাশ্রমে ৯৪ বছর বয়সী এক বৃদ্ধার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে ১০২ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। আগামী মাসে মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

Advertisement

বৃদ্ধাশ্রমের এক মুখপাত্র বলেছেন, এই ঘটনায় আমরা অত্যন্ত দুঃখিত। ওই বৃদ্ধা ও তার পরিবারের লোকজনের প্রতি আমরা সমবেদনা প্রকাশ করছি।

নিউজ অস্ট্রেলিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ৯৪ বছর বয়সী ওই বৃদ্ধাকে শারীরিক নিপীড়ন করেন বৃদ্ধাশ্রমের অপর একজন বৃদ্ধ।

আরও পড়ুন : রক্ষা পাবে না খাশোগির খুনিরা : হুঁশিয়ারি এরদোয়ানের

Advertisement

এই অভিযোগ পাওয়ার পর সিডনির পূর্বাঞ্চলের ক্যারিংটন রোডের ওয়েভারলির ওই বৃদ্ধাশ্রমে পৌঁছায়। তদন্তের পর ১০২ বছরের অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করে ওয়েভারলি পুলিশ স্টেশনে নেয়া হয়। পরে শত বছর বয়সী এই বৃদ্ধের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ আনে।

আগামী ২০ নভেম্বর আদালতে এই মামলার শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। এসময় পর্যন্ত জামিনে মুক্তি পেয়েছেন অভিযুক্ত বৃদ্ধ।

এসআইএস/পিআর

Advertisement