জাতীয়

সচিব পদে বড় পরিবর্তন আসছে

প্রশাসনে সচিব পদে বড় ধরনের পরিবর্তন আসছে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ প্রশাসনিক পদে এ রদবদল আনা হচ্ছে।

Advertisement

কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের সচিব অবসরে যাওয়ায় সেখানে নতুন সচিব নিয়োগ দেয়া হবে। অপরদিকে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে সচিব পদে রদবদল আনা হচ্ছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে।

ডিসেম্বর মাসের শেষ দিকে বা জানুয়ারি মাসের শুরুতে দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ১৮ অক্টোবর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সচিব আকতারী মমতাজ। ভূমি সচিব আব্দুল জলিল পিআরএলে যান ২০ অক্টোবর। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মো. মাহফুজুর রহমান অবসরে যাবেন মঙ্গলবার (২৩ অক্টোবর)। এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব কাজী শফিকুল আযম ২৭ অক্টোবর ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী ৩১ অক্টোবর পিআরএলে যাবেন।

Advertisement

এসব জায়গায় নতুন সচিব আসবে। সেক্ষেত্রে বেশ কয়েকজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেয়া হতে পারে।

সচিব পদে রদবদলের বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব শেখ ইউসুফ হারুন জাগো নিউজকে বলেন, ‘এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। হলে আপনারা জানতে পারবেন।’

আরেক কর্মকর্তা জানিয়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদে পরিবর্তন আসতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন জনপ্রশাসন সচিব হতে পারেন।

এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের দায়িত্ব পেতে পারেন বলে আলোচনা হচ্ছে।

Advertisement

বর্তমানে প্রশাসনে সিনিয়র সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিব ৭৬ জন।

আরএমএম/এনডিএস/এনএফ/জেআইএম