আইন-আদালত

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস : ৬ জন কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ছয় আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

Advertisement

বুধবার দুই দিন করে রিমান্ড শেষে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রোববার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- জাহিদুল ইসলাম, ইনসান আলী, মোস্তাকিম হোসেন, সাদমান সালিদ, আবু তালেব ও তানবির আহমেদ।

Advertisement

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে আসামিদের শনিবার গ্রেফতার করে পুলিশ। ওই রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে শাহবাগ থানায় মামলাটি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা এস এম কামরুল আহসান। মামলায় ওই ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়।

জেএ/জেএইচ/আরআইপি