বিনোদন

ধর্ষণের জন্য শাহরুখ খানকেও দুষলেন অভিনেত্রী

ধর্ষণের জন্য শাহরুখ খানকেও দুষলেন অভিনেত্রী

শাহরুখ খানের বেশ কয়টি জনপ্রিয় সিনেমার প্রযোজক তিনি। ‘রা ওয়ান’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘চেন্নাই এক্সপ্রেস’র প্রযোজনা করে বলিউডে শক্ত অবস্থান করে নিয়েছেন করিম মোরানি। কিন্ত সাম্প্রতিককালে যৌন হেনস্তার ‘মিটু’ আন্দোলনের মুখে পড়েছেন তিনি।

Advertisement

গত বছর জানুয়ারি মাসে তার বিরুদ্ধে এক অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ এসেছিল৷ আবার মুখ খুললেন সেই অভিনেত্রী৷ গোটা ঘটনাটা জনসমক্ষে এনেছেন তিনি। এবার শুধু করিমের বিরুদ্ধেই নয়, তিনি প্রতিবাদী হয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু শাহরুখের বিরুদ্ধেও।

অভিনেত্রীর দাবি, করিমের মতো ধর্ষকের সঙ্গে কীভাবে শাহরুখ খান সম্পর্ক রাখেন। তিনি তো জানেন এই লোকটার চরিত্র ভালো নয়। সে নারীদের সম্মান করতে জানে না। সব জেনে বুঝেই করিমকে বন্ধু মনে করেন শাহরুখ। অর্থাৎ, করিমের সব কাজেই তার স্বীকৃতি আছে। করিম আমার সঙ্গে যা করেছে তা সমর্থনের জন্য শাহরুখেরও শাস্তি হওয়া উচিত৷

ওই অভিনেত্রী জানিয়েছেন, ‘করিম আমায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছে৷ আমার নগ্ন ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল৷ পানীয়তে মাদক মিশিয়ে আমায় জোর করে সেটা খাইয়ে ধর্ষণ করে৷ এমনকি ওর ছবিতে কাজ করার কথা বলে আমায় ‘দিলওয়ালে’ ছবির শ্যুটিংয়ের জন্য জোর করে রামোজি ফিল্ম সিটিতে ডেকে পাঠায়৷ তারপর আমায় সেখানেও অত্যাচার করে৷ মানসিক এবং শারীরিক দুইভাবেই অত্যাচার করে সে।’

Advertisement

তিনি আরও বলেন, ‘আমার নগ্ন ছবি পরিবারকে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে আমাকে দিয়ে অনেক নোংরা কাজ করিয়েছে৷ আমি আপত্তি করলে আন্ডারওয়ার্ল্ডের লোকজনদের দিয়ে আমায় খুন করিয়ে দেয়ার হুমকি দিতো সে৷’

করিম দুরানির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে অভিনেত্রী এও বলেছেন যে আরও অনেক অভিনেতার কাছেই অত্যাচারের শিকার হয়েছেন তিনি। সেইসব অভিনেতাদের নাম মুখে আনতে চান না তিনি।

এলএ/পিআর

Advertisement