নেপালের পশ্চিমাঞ্চলের মাউন্ট গুর্জা পর্বতে তুষার ঝড়ের কবলে পড়ে পাঁচ পর্বতারোহী-সহ ৮ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার তুষার ঝড়ে মাউন্ট গুর্জার বেস ক্যাম্পে ধসে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে।
Advertisement
শনিবার নেপাল পুলিশ বলছে, শুক্রবার তুষার ঝড়ে বেস ক্যাম্প ধসে পড়ায় দক্ষিণ কোরীয় পাঁচ পর্বতারোহী ও নেপালের তিনজন গাইড চাপা পড়েন। ধ্বংসস্তুপের নিচে আটজনের মরদেহ শনাক্ত করা হয়েছে বলে ঘটনাস্থলে উদ্ধারকাজে নিয়োজিত কর্মকর্তারা জানিয়েছেন।
তারা বলেছেন, মাউন্ট গুর্জায় ধসে পড়া অংশে হেলিকপ্টারের সহায়তায় উদ্ধার কাজের চেষ্টা চলছে। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। পর্বতারোহী দলের ৯ নম্বর সদস্যকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে তিনি তুষার ঝড়ে চাপা পড়ে মারা গেছেন বলে শঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন : শিশু জয়নবের ধর্ষককে ফাঁসিতে ঝুলাচ্ছে পাকিস্তান
Advertisement
নেপাল পুলিশের মুখপাত্র শৈলেশ থাপা বিবিসিকে বলেন, দক্ষিণ কোরিয়ার পাঁচ পর্বতারোহী মারা গেছেন। তিন নেপালি গাইডও মারা গেছেন।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অক্সিজেন ছাড়াই দ্রুততম সময়ের মধ্যে বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বত চূড়ায় আরোহনকারী দক্ষিণ কোরিয়ার পর্বতারোহী কিম চ্যাং-হো নিহতদের মধ্যে রয়েছেন।
নেপালের মায়াগদি জেলা কর্মকর্তা লীলাধর অধিকারী বলেন, বেস ক্যাম্প পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। উদ্ধারকারী একটি দল পর্বতারোহীদের মরদেহ ক্যাম্পে বিক্ষিপ্তভাবে পড়ে থাকতে দেখেছে। তবে আবহাওয়া পরিস্থিতি দেখে দ্বিতীয় আরেকটি উদ্ধারকারী দল সেখানে পাঠানো হবে।
সূত্র : বিবিসি।
Advertisement
এসআইএস/আরআইপি