বর্তমানে ঢাকাই সিনেমা মুক্তি নিয়ে যেখানে চলছে নানা মামলা ঝামেলা সেখানে মুক্তির মিছিলে জমা পড়লো আরও একটি ছবি। তরুণ নির্মাতা তানিম রহমান অংশু পরিচালিত এ সিনেমার নাম ‘স্বপ্নের ঘর’।
Advertisement
অনীশ দাস অপুর মূল গল্প ও শাওন হকের চিত্রনাট্যে সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এ ছবিটি। গত মাসে সিনেমাটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করলেন নির্মাতা। আগামী ৯ নভেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানালেন নির্মাতা তানিম রহমান অংশু।
এ ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও জাকিয়া বারী মম। ছবিটিতে আরও অভিনয় করেছেন কাজী নওশাবা, শিমুল খান প্রমুখ।
মম বলেন, ‘খুবই সুন্দর গল্পের একটি ছবি। সিনেমাটির মূল আকর্ষণ হচ্ছে এর চরিত্রগুলো। প্রতিটি চরিত্রেই রয়েছে স্বকীয়তা ও বিনোদনের রসদ। সিনেমাটিতে প্রত্যেকের চরিত্র দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি।’
Advertisement
তাকি খান ফিল্মস-এর প্রযোজনায় সিনেমাটির পরিবেশনায় থাকছে মা চলচ্চিত্র।
আইএন/এমএবি/আরআইপি