প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল)। এতে শুরুতে বাংলাদেশ থেকে ডাক পান তামিম ইকবাল আর মুশফিকুর রহীম। পরে অন্তর্ভূক্ত হন গতিতারকা তাসকিন আহমেদও। দুবাইয়ে এই লিগে অংশ নিতে মঙ্গলবার দেশ ছেড়েছেন এই পেসার।
Advertisement
আফগান লিগের প্রথম আসরে একই দলে ডাক পেয়েছেন তামিম আর মুশফিক। দুজনকেই কিনে নেয় নাঙ্গরহার। তবে চোটের কারণে তারা এবার খেলতে যেতে পারছেন না। তবে তাসকিন গেছেন।
এপিএলে মোট পাঁচটি দল খেলবে। তাসকিনকে কিনে নিয়েছে কান্দাহার নাইটস। এবারই প্রথমবারের মতো কোনো বিদেশি লিগে চুক্তিবদ্ধ হয়েছেন ডানহাতি এই পেসার।
কান্দাহার তাসকিনকে কিনেছে ৩০ হাজার ডলারে। এই দলটির নেতৃত্ব দেবেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। এছাড়াও তাসকিন সতীর্থ হিসেবে পাবেন ওয়াহাব রিয়াজ, পল স্টার্লিংয়ের মতো তারকাদের।
Advertisement
আগামী ৫ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ফাইনালসহ মোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে।
এমএমআর/পিআর