ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতর সংলগ্ন আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় উপাচার্য মো. আখতারুজ্জামান এই ভর্তি প্রক্রিয়ার উদ্বোধন করেন।
Advertisement
ঢাবি সূত্র জানায়, আবেদন করা শেষ তারিখ আগামী ২৫ অক্টোবর। ভর্তি আবেদন ফি বাবদ ৪০০ টাকা সোনালী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ব্যতীত যেকোনো শাখায় দেয়া যাবে। এ ছাড়া বিকাশের মাধ্যমেও ভর্তি আবেদন ফি জমা দেয়া যাবে।
ভর্তির বিস্তারিত তথ্য www.7collegedu.com ওয়েবসাইটে জানা যাবে। এ বছর বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা আগামী ৯ অক্টোবর, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ১০ নভেম্বর, বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এই সাত কলেজে বিজ্ঞান অনুষদের অধীনে সিট সংখ্যা ৬ হাজার ৫০০টি, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ১১ হাজার ৬৩০টি এবং বাণিজ্য অনুষদে ৫ হাজার ২১০টি আসন রয়েছে।
Advertisement
এমএইচ/জেডএ/জেআইএম