দেশজুড়ে

চট্টগ্রামে ট্রাকচাপায় নিহত ৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় ট্রাকচাপায় পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর ) সকাল সোয়া ৭টার দিকে জোরারগঞ্জ সংযোগ সড়কের ঠাকুরদিঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সিএনজি অটোরিকশাচালক শাহ আলম (৪০), দিদারুল আলম (৩৫), কামরুল ( ৪৫), মোশারফ (২৬) এবং অটোরিকশা যাত্রী মহিউদ্দিন (৬০)।

Advertisement

এ হতাহতের তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।

কুমিরা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার শাসছুল আলম জাগো নিউজকে বলেন,‘ জোরারগঞ্জ সংযোগ সড়কের ঠাকুরদিঘির পাড় সিএনজি স্টেন্ডে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিল বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা। সকাল ৭ টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকামুখী এটি মালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬৫২৩৫) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো সিএনজি অটোরিকশার উপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। গুরুতর আহত আরেক চালক মোশাররফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি

Advertisement

ঘটনার পরপরই স্থানীয়রা নিহতের সংখ্যা চারজন বললেও সকাল সাড়ে ৯টার দিকে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি সোহেল সরকার বলেন, ‘রাস্তার পাশে দাঁড়ানো সিএনজি অটোরিকশার উপর ট্রাক উল্টে পড়ে দুই অটোরিকশা চালক নিহত হয়েছেন।’ এসময় তিনি নিজে ঘটনাস্থলে আছেন বলে দাবি করেন।

তবে স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আর হাসপাতালে নেয়া পথে একজনের।

জেডএ/জেআইএম

Advertisement