আন্তর্জাতিক

নাইজেরিয়াতে কলেরায় ৯৭ জনের মৃত্যু

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী কলেরা। জাতিসংঘ বলছে গত দু'সপ্তাহে দেশটিতে কলেরায় আক্রান্ত হয়ে ৯৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির ইয়োব এবং বর্নো প্রদেশে তিন হাজার ১২৬টি কলেরা সংক্রমণের খবর পাওয়া গেছে। শনিবার জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

Advertisement

দু'সপ্তাহ আগে দেশটির বর্নো প্রদেশে এই কলেরা ছড়িয়ে পড়ে। যেখানে স্বশস্ত্র গোষ্ঠী বোকো হারামের ভয়ে পালিয়ে এসে কয়েক লাখ মানুষ ক্যাম্পে আশ্রয় নিয়েছিলো।

বুধবার জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয় চলতি বছর লেক শাদ অঞ্চলে কলেরায় আক্রান্ত হয়ে পাঁচশতাধিক মানুষের মৃত্যু হয়। গত চার বছরের মধ্যে এটাই অঞ্চলটিতে কলেরার সবচেয়ে বড় সংক্রমণ।

জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স বলছে, এতে মোট ২৪ হাজার আক্রান্তের ঘটনা ঘটতে পারে। যদি জরুরী পদক্ষেপ না নেওয়া হয় তাহলে এটি মহামারী আকার ধারণ করবে এবং অনেক মানুষের মৃত্যু হতে পারে।

Advertisement

এসএ/এমএস