বিশিষ্ট অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা কোহিনূর আক্তার সুচন্দার জন্মদিন আজ। এ উপলক্ষে বরাবরের মতো তার নাতি-নাতনিদের সঙ্গে আনন্দে দিন কাটছে তার। শুধু নাতি-নাতনিরাই নয়, তার ছোট বোন চম্পা ও ববিতা শুভেচ্ছা জানিয়েছেন তাকে। ববিতা কানাডায় ছেলের কাছে বেড়াতে গেছেন সেখান থেকেই টেলিফোনেই বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
Advertisement
সব মিলিয়ে নানা সারপ্রাইজের মধ্যে কাটছে সুচন্দার জন্মদিন। সুভাষ দত্তের নির্দেশনায় ‘কাগজের নৌকা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ১৯৬৬ সালে রূপালি পর্দায় পা রাখেন সূচন্দা। পর্দা নামটি সুভাষ দত্তেরই রাখা। এরপর শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সুচন্দা নির্দেশিত একমাত্র চলচ্চিত্র হচ্ছে ‘হাজার বছর ধরে’। এ চলচ্চিত্রটি ২০০৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এতে অভিনয় করেছিলেন রিয়াজ, শশী, এটিএম শামসুজ্জামান প্রমুখ।
ব্যক্তি জীবনে সুচন্দা প্রয়াত নির্মাতা জহির রায়হানের স্ত্রী এবং অভিনেত্রী ববিতা ও চম্পার বড় বোন।
সুচন্দা ছাড়াও আজ ১৯ সেপ্টেম্বর অমর নায়ক সালমান শাহ এর জন্মদিন। টিভি চ্যানেলগুলোতেও প্রচার হচ্ছে সালমান শাহকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান। অন্যদিকে বিশিষ্ট ডেন্টাল সার্জন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, রবীন্দ্রসংগীত শিল্পী ড. অরূপ রতন চৌধুরীর ৬৬তম জন্মদিন আজ।
Advertisement
এমএবি/এলএ/এমএস