বিনোদন

সালমান শাহকে সিনেমা উৎসর্গ করলেন ফেরদৌস

সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রীর ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে একই নামে নির্মিত হচ্ছে সিনেমা। নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস, পূর্ণিমা ও কলকাতার নায়িকা ঋতুপর্ণা। আজ ১৯ সেপ্টেম্বর অমর নায়ক সালমান শাহ এর জন্মদিনে দুপুরে ঢাকা ক্লাবে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়।

Advertisement

মহরতে সিনেমার কলাকুশলী ও অতিথিরা স্মরণ করেছেন সালমান শাহকে। সিনেমাটির প্রযোজক ও নায়ক নুজহাত ফিল্মের কর্ণধার ফেরদৌস সিনেমাটি নায়ক সালমান শাহকে উৎসর্গও করেন।

ফেরদৌস বলেন, ‘আমি যখন সিনেমায় আসি আমার পরিবার জানতে চেয়েছিল সিনেমায় আসার কারণ। আমি সালমান শাহকে দেখিয়ে বলেছিলাম তার মতো নায়ক হতে চাই। সালমান শাহ আমার ও আমাদের অনুপ্রেরণা। আমাদের অনেক কিছু দিয়ে গেছেন তিনি।’

পূর্ণিমা বলেন, ‘সালামান শাহ বেঁচে থাকলে তার সঙ্গে হয়তো আমারও সিনেমা করার সুযোগ হতো। তিনি নেই। আমার মনে আছে। এফডিসিতে শিশুশিল্পী হিসেবে শুটিং করছিলাম। আমার শুটিং সেটে এসেছিলেন সালমান শাহ। হাত নাড়াচ্ছিলেন আমাকে দেখে। এটুকুই অনেক বড় স্মৃতি এখন। অনেক বড় মাপের ও বড়মনের মানুষ ছিলেন তিনি।’

Advertisement

ঋতুপর্ণা বলেন, ‘সালমান শাহ সম্পর্কে গল্প শুনেছি, তাকে নিয়ে নিউজ পড়েছি। তাকে নিয়ে প্রচুর আলোচনা শুনেছি। আমার কাছে তখনই মনে হয়েছে রোমান্টিক নায়ক হিসেবে সালমান শাহ এক নিদর্শন।’

গাঙচিল সিনেমার গল্প বানভাসি মানুষের জীবন নিয়ে। ঢাকায় পাঁচদিন শুটিংয়ের পর আগামী নভেম্বর মাস থেকে নোয়াখালী জেলায় এই ছবির পুরো শুটিং হবে।

এমএবি/এলএ/এমএস

Advertisement