বিনোদন

শহীদ বুদ্ধিজীবী-বধ্যভূমি নিয়ে গান

বুদ্ধিজীবী এবং বধ্যভূিম নিয়ে তৈরি হলো গান। ‘তোমাদের যা বলার ছিল বলছে কি এই দেশ’ শীর্ষক গানটি ভিডিও আকারে প্রকাশ হবে। দেশের ৭১টি বধ্যভূমিতে চিত্রায়িত হবে এটি। এমনটাই জানিয়েছেন গানের গায়ক পাপি মনা।

Advertisement

ইবরার টিপুর সুর ও সংগীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। গানের কথা লিখেছেন হাসান আহমেদ।

এ গান প্রসঙ্গে ইবরার টিপু বলেন, ‘আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীরা। জাতিকে মেধায় পঙ্গু করে দেয়ার নীলনকশা থেক এই হত্যা। তাদেরকে শব্দ-সুরে স্মরণ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। এমন কাজ বেশি করে হওয়া উচিত।’

শিল্পী পাপি মনা বলেন, ‘তাদের আত্মদানের ওপর দাঁড়িয়ে আজকের বাংলাদেশ। বাংলাদেশের প্রতিটা ইঞ্চিকে বধ্যভূমি বানিয়েছিল পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের এদেশীয় সহযোগী রাজাকার আলবদররা। সেই বধ্যভূমির স্মৃতি এবং শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশের কথা গানে গানে বলার চেষ্টা করব। ডিসেম্বরের ১ তারিখে গানটি ভিডও সহ রিলিজ হবে একটি বড় ইউটিউব কনটেন্ট প্রতিষ্ঠান থেকে।’

Advertisement

এর ভিডিওতে নানা রকম চমক থাকবে বলে জানান গীতিকার হাসান আহমেদ।

এলএ/এমএস