খেলাধুলা

এশিয়া কাপে ছয় দলের অতীত ইতিহাস

এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ ক্রিকেট। ১৯৮৪ সালে শুরু হওয়া এ টুর্নামেন্টে এখনো পর্যন্ত খেলা হয়েছে ১৩টি আসর। তবে ওয়ানডে ফরম্যাটে খেলা হয়েছে ১২টি আসর। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন সিদ্ধান্ত মোতাবেক ২০১৬ সালের আসরটি হয় টি-টোয়েন্টি ফরম্যাটে। নতুন নিয়মে ওয়ানডে ফরম্যাটের পরের আসরেই হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ।

Advertisement

ফলে শনিবার থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আসরটি সবমিলিয়ে ১৪তম আসর হলেও, ওয়ানডে ফরম্যাটের ১৩তম আসর এটি। এর আগের ১৩টি আসরে অংশ নিয়েছে সর্বমোট ৭টি দেশ। যার ছয়টি দল রয়েছে এবারও। আগেই নিশ্চিত ছিলো বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও পাকিস্তানের অংশগ্রহণ। বাছাইপর্ব পেরিয়ে ষষ্ঠ দল হিসেবে টিকিট পেয়েছে হংকং।

৬ দলের অংশগ্রহণে ১৩ ম্যাচ ও ১৩ দিনের লড়াই শেষে পর্দা নামবে এশিয়া কাপের এবারের আসরের। টুর্নামেন্ট শুরুর আগে চলুন দেখে নেয়া যাক ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপের আগের আসরগুলোয় এবারের ছয় দলের অতীত ইতিহাস:

বাংলাদেশ

Advertisement

অংশগ্রহণ: ১১ আসরেমোট ম্যাচ: ৩৭জয়: ০৪পরাজয়: ৩৩পরিত্যক্ত: নেইসর্বোচ্চ দলীয় সংগ্রহ: ৩২৬/৩, পাকিস্তানের বিপক্ষে ২০১৪ সালে সর্বনিম্ন দলীয় সংগ্রহ: ৮৭/১০, পাকিস্তানের বিপক্ষে ২০০০ সালে সেরা সাফল্য: রানারআপ, ২০১২ সালে

ভারত

অংশগ্রহণ: ১১ আসরেমোট ম্যাচ: ৪৩ জয়: ২৬পরাজয়: ১৬পরিত্যক্ত: ১সর্বোচ্চ দলীয় সংগ্রহ: ৩৭৪/৪, হংকংয়ের বিপক্ষে ২০০৮ সালেসর্বনিম্ন দলীয় সংগ্রহ: ১৬৯/১০, পাকিস্তানের বিপক্ষে ১৯৯৫ সালেসেরা সাফল্য: চ্যাম্পিয়ন ৫ বার (১৯৮৪, ১৯৮৮, ১৯৯০, ১৯৯৫ ও ২০১০)

শ্রীলঙ্কা

Advertisement

অংশগ্রহণ: ১২ আসরেমোট ম্যাচ: ৪৮জয়: ৩৪পরাজয়: ১৪পরিত্যক্ত: নেইসর্বোচ্চ দলীয় সংগ্রহ: ৩৫৭/৯, বাংলাদেশের বিপক্ষে ২০০৮ সালেসর্বনিম্ন দলীয় সংগ্রহ: ৯৬/৪০, ভারতের বিপক্ষে ১৯৮৪ সালেসেরা সাফল্য: চ্যাম্পিয়ন ৫ বার (১৯৮৬, ১৯৯৭, ২০০৪, ২০০৮ ও ২০১৪)

পাকিস্তান

অংশগ্রহণ: ১১ আসরেমোট ম্যাচ: ৪০জয়: ২৪পরাজয়: ১৫পরিত্যক্ত: ১সর্বোচ্চ দলীয় সংগ্রহ: ৩৮৫/৭, বাংলাদেশের বিপক্ষে ২০১০ সালেসর্বনিম্ন দলীয় সংগ্রহ: ১২২/১০, শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৪ সালেসেরা সাফল্য: চ্যাম্পিয়ন ২ বার (২০০০ ও ২০১২)

আফগানিস্তান

অংশগ্রহণ: ১ আসরেমোট ম্যাচ: ০৪জয়: ০১পরাজয়: ০৩পরিত্যক্ত: নেইসর্বোচ্চ দলীয় সংগ্রহ: ২৫৪/৬, বাংলাদেশের বিপক্ষে ২০১৪ সালেসর্বনিম্ন দলীয় সংগ্রহ: ১২৪/১০, শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৪ সালেসেরা সাফল্য: গ্রুপ পর্ব

হংকং

অংশগ্রহণ: ২ আসরেমোট ম্যাচ: ০৪ জয়: ০০পরাজয়: ০৪পরিত্যক্ত: নেইসর্বোচ্চ দলীয় সংগ্রহ: ১৬৫/১০, পাকিস্তানের বিপক্ষে ২০০৪ সালেসর্বনিম্ন দলীয় সংগ্রহ: ১০৫/১০, বাংলাদেশের বিপক্ষে ২০০৪ সালেসেরা সাফল্য: গ্রুপপর্ব

এসএএস/এমএস