ক্যাম্পাস

ঢাবির ৫১তম সমাবর্তন বক্তা অধ্যাপক আনিসুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫১তম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে জাতীয় অধ্যাপক অানিসুজ্জামানের নাম চূড়ান্ত করা হয়েছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য হুমায়ুন কবির। তিনি বলেন, সিন্ডিকেট সমাবর্তন বক্তা হিসেবে অধ্যাপক আনিসুজ্জামানের নাম চূড়ান্ত করেছে।

এর আগে গত ৩০ এপ্রিল সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ৫১তম সমাবর্তনে বক্তা হিসেবে লাইব্রেরিয়ার নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মিজ লেমাহ গবায়েইকে আমন্ত্রণ জানানোর প্রস্তাব করা হয়েছিল। অনুষ্ঠানে তাকে ডক্টর অব লজ ডিগ্রি দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিকে সিন্ডিকেট সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠায় একজনের নিয়োগ বাদ দিয়েছে।

Advertisement

নিয়োগে বাদপড়া প্রার্থীর নাম এসএম ফাইজুল হক ইশান। তার থিসিস সুপারভাইজার ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম। তাকে বিভাগ কর্তৃক ইচ্ছাকৃত শিক্ষক বানানোর প্রচেষ্টা চালানো হয়েছিল বলে বাকি নিয়োগপ্রার্থীদের অভিযোগ ছিল।

এমএইচ/বিএ