খেলাধুলা

ক্রিকেট ছেড়ে ধারাভাষ্যে কুক!

ভারতের বিপক্ষে চলতি ওভাল টেস্টই ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুকের ক্যারিয়ারের শেষ ম্যাচ। সাউদাম্পটনে চতুর্থ ম্যাচ শেষেই নিজের অবসরের ঘোষণা জানিয়েছিলেন ৩৩ বছর বয়সী এ ক্রিকেটার। এরপর থেকেই সকলের মনে প্রশ্ন ছিল তাহলে ক্রিকেট ছেড়ে কোন দিকে মনোনিবেশ করবেন কুক? কোচিং নাকি অন্য কিছু? নাকি দূরে থাকবেন ক্রিকেট থেকে?

Advertisement

প্রাথমিকভাবে মিলেছে এই প্রশ্নের উত্তর। আগামী বছরের শুরুতে ইংল্যান্ডের ক্যারিবীয় সফরে ধারাভাষ্যকার হিসেবে যোগ দিতে যাচ্ছেন অ্যালিস্টার কুক। এমনটাই জানাচ্ছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তারা দাবী করছে এরই মধ্যে ইংল্যান্ডের রেডিও স্টেশন 'টকস্পোর্ট' এর সাথে চুক্তিবদ্ধ হয়েছেন কুক।

চলতি বছরের শুরুতেই আগামী বছরের শুরুর সিরিজে অডিও সম্প্রচার সত্ব পাওয়া টকস্পোর্টও আশা করছে যথাসময়েই তাদের ধারাভাষ্য প্যানেলে যোগ দেবেন কুক। টকস্পোর্টের ধারাভাষ্য প্যানেলে বর্তমানে মার্ক নিকোলাস, ড্যারেন গফ, ডেভিড লয়েড ও জ্যারর্ড কিম্বারের মতো প্রখ্যাত ধারাভাষ্যকরাররা রয়েছেন।

শুধু ২০১৯ সালের জানুয়ারিতে হতে যাওয়া ক্যারিবীয় সফরই নয়, একই বছর ইংলিশদের দক্ষিণ আফ্রিকা সফরেরও অডিও সম্প্রচার সত্ব পেতে পারে টকস্পোর্ট। সেখানেও মাইক হাতে দেখা যেতে পারে কুকের সরব উপস্থিতি।

Advertisement

এখনো পর্যন্ত চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেননি কুক কিংবা টকস্পোর্টের কেউই। তবে দুই পক্ষ থেকেই এমন প্রাথমিক আগ্রহ নিশ্চিতভাবেই জানিয়ে দেয় ক্রিকেট ছাড়ার পর ক্রিকেটের কোন দিকে ঝুঁকবেন ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক কুক।

এসএএস/এমএস