তথ্যপ্রযুক্তি

টুইটারে যোগ হলো সরাসরি অডিও সম্প্রচার সুবিধা

সরাসরি শুধু অডিও সম্প্রচারের নতুন ফিচার যোগ করেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। এর মাধ্যমে ফলোয়াররা শুধু কণ্ঠ শুনতে পাবেন।

Advertisement

প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ঘোষণা করা এই ফিচার বর্তমানে সব আইওএস ব্যবহারকারী তাদের মূল টুইটার অ্যাপ আর টুইটারের সরাসরি সম্প্রচার অ্যাপ পেরিস্কোপে ব্যবহার করতে পারছেন।

নতুন এই ফিচার ব্যবহার করতে হলে ব্যবহারকারীদেরকে তাদের অ্যাপটি আপডেট করতে হবে ও ‘গো লাইভ’ অপশনে যেতে হবে বলে জানিয়েছে বেসরকারি ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস।

মাইক্রোব্লগিং সাইটটি তাদের নকশা বদল নিয়েও কাজ করছে। এর মাধ্যমে ডেস্কটপ সাইটে ‘এক্সপ্লোর’ ট্যাব ও বুকমার্কস অপশনসহ অন্যান্য ফিচার যোগ করা হবে। তবে বর্তমানে এই ফিচারগুলো ব্যবহারের সুযোগ খুব অল্প সংখ্যক ব্যবহারকারী পাচ্ছেন।

Advertisement

বর্তমানে টুইটার ব্যবহারকারী সংখ্যা ৩৩ কোটির বেশি আর ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২১৯ কোটির বেশি। ধারণা করা হচ্ছে, নানা পরিবর্তনের মাধ্যমে ফেসবুকের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে চাচ্ছে টুইটার।

এসআর/এমএস