আন্তর্জাতিক

ট্রাম্পের সাবেক উপদেষ্টার কারাদণ্ড

ট্রাম্পের সাবেক উপদেষ্টা জর্জ পাপাদোপোলাসকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছে একটি মার্কিন আদালত। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে লন্ডনে মন্তব্য করার পর তাকে কারাদণ্ড দেয়া হলো।

Advertisement

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ তদন্তে মার্কিন তদন্ত সংস্থা এফবিআইকে মিথ্যা তথ্য দিয়েছিলেন জর্জ। ওই অভিযোগ প্রমাণিত হওয়ায় শুক্রবার ওয়াশিংটন ডিসির একটি আদালত তাকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে।

ওয়াশিংটন ডিসিতে নিজেকে দেশপ্রেমিক আমেরিকান বলে দাবি করা জর্জ পাপাদোপোলাস (৩১) বলেন, তিনি মিথ্যা বলে ভুল করেছেন।

এফবিআইকে মিথ্যা বলায় গত অক্টোবরে আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন জর্জ। মস্কোর দুই সন্দেহভাজন প্রতিনিধির সঙ্গে বৈঠকের সময় নিয়ে মিথ্যা বলেছিলেন তিনি।

Advertisement

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ক্রেমলিনের সংযোগ থাকার তদন্তের সময় ট্রাম্পের প্রথম সহকারী হিসেবে আটক হন জর্জ। এই ঘটনায় এক টুইট বার্তায় রুশ হস্তক্ষেপ তদন্তের খরচ নিয়ে উপহাস করেছেন ট্রাম্প।

টিটিএন/এমএস