রাজধানীর শ্যামলীতে অভিযান চালিয়ে ১৫ লাখ ৭৪ হাজার ভারতীয় জাল রুপিসহ মো. শামসুর নামে একজনকে আটক করেছে র্যাব। র্যাব জানিয়েছে, ২০১৭ সালের এপ্রিলে একই অপরাধে তাকে গ্রেফতার করেছিল ডিবি। বুধবার (৫ সেপ্টেম্বর) রাতে শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে তাকে ফের আটক করে র্যাব-২। এ সময় তার কাছ থেকে জাল রুপি তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
Advertisement
জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর মেজর মোহাম্মদ আলী।
তিনি বলেন, ‘পার্শ্ববর্তী দেশ ভারত থেকে গরু এনে দেশের বাজারে বিক্রির ব্যবসা ছিল শামসুরের। ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে লেনদেনের সুবাদে একসময় তিনি জাল রুপি তৈরির সিন্ডিকেট গড়ে তোলেন।’
তিনি আরও বলেন, ‘শামসুরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায়। সীমান্ত এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে তিনি আগে গরুর ব্যবসা করলেও গত ৫ বছর ধরে জাল রুপি তৈরির ব্যবসা করে আসছিলেন। বিভিন্ন জেলায় তার ডিলার রয়েছে। তিনি জাল রুপি তৈরি শেষে ডিলারদের মাধ্যমে রাজধানীসহ সারাদেশে জাল রুপিগুলো ছড়িয়ে দিতেন।’
Advertisement
‘২ লাখ জাল রুপির প্রতিটি বান্ডেল ২০-৩০ হাজার টাকায় বিক্রি করতেন তিনি। মূলত সীমান্ত এলাকার গরু ব্যবসায়ী এবং চোরাইপথে মালামাল আনা ব্যবসায়ীরাই তার প্রধান টার্গেট ছিল।’-জানান মেজর মোহাম্মদ আলী।
এআর/এসআর/পিআর