সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কিছু কিছু বিষয় নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়ি আমরা অনেকেই। বিশেষ করে কোনো স্পর্শকাতর ঘটনা হলে তো কথাই নেই। মাঝেমধ্যে ছবি নিয়েও ধন্দে পড়ার ঘটনা দেখা যায়। সম্প্রতি এমনই এক ছবি নিয়ে কয়েক লাখ মানুষের ধন্দে পড়ার ঘটনা ঘটেছে।
Advertisement
গত ২৪ আগস্ট এক ব্যক্তি তার টুইটার একাউন্টে একটি ছবি পোস্ট করে অন্যদের কাছে জানতে চান, এটি সমুদ্র সৈকত না দরজার ছবি। ছবিটিতে দেখা যায় নীল, সবুজ এবং অফ-হোয়াইট রঙ একটির সঙ্গে অন্যটি লম্বালম্বিভাবে আছে।
পরে দুই লাখেরও বেশি মানুষ এই প্রশ্নের জবাব দেন। তাদের মধ্যে ৫৪ শতাংশ জানান, এটি একটি দরজার ছবি। অপরদিকে ৪৬ শতাংশ মত দেন সমুদ্র সৈকত।
এরপর মানুষের ধন্দ দূর করতে গত ২৭ আগস্ট আসল ছবিটি পোস্ট করেন ওই প্রশ্নকর্তা। তিনি জানান ছবিটি আসলে একটি সমুদ্র সৈকতের। ফলে ভুল প্রমাণিত হয় বেশিরভাগের অনুমান। তবে এরপরও ছবিটি নিয়ে সংশয় আছে অনেকেরই।
Advertisement
এমএমজেড/এমএস