আন্তর্জাতিক

জাতিসংঘের অধিবেশনে যোগ দিচ্ছেন না ইমরান, মনযোগ দেশের অর্থনীতিতে

দেশের অর্থনীতির দিকে মনযোগ দিতেই আগামী মাসে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এ তথ্য জানিয়েছেন।

Advertisement

আগামী ১৮ সেপ্টেম্বর থেকে নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৩তম সাধারণ পরিষদের অধিবেশন বসছে। ইমরানের পরিবর্তে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল এই অধিবেশনে অংশ নেবে।

শাহ মেহমুদ কুরেশি বলেছেন, প্রধানমন্ত্রী অধিবেশনে অংশ নিচ্ছেন না। আমি পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেব।

দেশটির অর্থনৈতিক ইস্যুতে নতুন নতুন পদক্ষেপ নিচ্ছেন ইমরান খান। জাতিসংঘের এই অধিবেশনে অংশ নেবেন না-কি দেশে থাকবেন সেটি নিয়ে পাকিস্তানে বিতর্ক শুরু হয়েছিল। কুরেশি বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী মনে করেছেন যে, দেশের বর্তমান পরিস্থিতির দিকে মনযোগ দেয়া প্রয়োজন।

Advertisement

তিনি বলেন, চলতি মাসের শুরুর দিকে শপথ নেয়া নতুন সরকারের দিকে মনযোগ দিতে চান ইমরান খান। গত অর্থ-বছরে পাকিস্তানের অর্থনীতি ৫ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে; যা গত ১৩ বছরের মধ্যে দ্রুততম।

এসআইএস/জেআইএম