খেলাধুলা

টেস্টে আরেকটি সেঞ্চুরি ‘রানমেশিন’ কোহলির

বিরাট কোহলি যেন এক ‘রানমেশিন’। দেশ বা দেশের বাইরে কোনো জায়গাতেই কোহলির এই মেশিন থামানোর সাধ্য কারও নেই। এক টেস্ট আগে খেলেছিলেন ১৪৯ রানের মহাকাব্যিক ইনিংস। লর্ডসে ব্যর্থ হলেও নটিংহামে এসে আরেকটি সেঞ্চুরি তুলে নিলেন ভারতীয় অধিনায়ক।

Advertisement

ক্রিস ওকসকে বাউন্ডারি হাঁকিয়েই নিজের ক্যারিয়ারের ২৩তম টেস্ট সেঞ্চুরিটা ছুঁয়েছেন কোহলি, ১৯০ বল মোকাবেলায়। শেষ পর্যন্ত অবশ্য ওই ওকসের শিকার হয়েই ফিরেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ১৯৭ বলে গড়া তার ১০৪ রানের চোখ ধাঁধানো ইনিংসটি ছিল ১০টি বাউন্ডারিতে সাজানো।

এই রিপোর্ট লেখা পর্যন্ত তৃতীয় দিনের তৃতীয় সেশন চলার সময় ভারতের সংগ্রহ ৪ উইকেটে ২৮১ রান। ইতোমধ্যেই তাদের লিডের খাতায় যোগ হয়েছে ৪৪৯ রান। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন ঋষভ পান্ত। ৬১ বলে ২ বাউন্ডারিতে ১৮ রান নিয়ে ব্যাট করছেন আজিঙ্কা রাহানে।

এর আগে তৃতীয় উইকেটে কোহলির সঙ্গে ১৩০ রানের জুটি গড়ে ভারতকে শক্ত অবস্থানে পৌঁছে দেন চেতেশ্বর পূজারা। ২০৮ বলে ৯ চারের সাহায্যে ৭২ রান করে আউট হন তিনি।

Advertisement

এমএমআর/পিআর