খেলাধুলা

মরিনহো ঠিক, টাকা দিয়ে দক্ষতা কেনা যায় না : গার্দিওলা

ম্যানচেস্টার শহরের দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির প্রতিদ্বন্দ্বিতা সাম্প্রতিক সময়ে তুমুল আকার ধারণ করেছে। এক দলের পরাজয়ে অপর শিবির থেকে শোনা যায় টিপ্পনী, অন্য দলের সাফল্যে বিদগ্ধ হয় বিপরীত দলটি। দুই দলের এই প্রতিদ্বন্দ্বিতা এবার ছুঁয়ে গেছে ম্যান সিটির নব নির্মিত টেলিভিশন ডকুমেন্টারি ‘অল অর নাথিং’কেও।

Advertisement

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহোর দাবি এই ডকুমেন্টারিতে অপমান করা হয়েছে ম্যানচেস্টারের পুরনো ক্লাবটিকে। যেখানে ম্যান সিটির কোচ পেপ গার্দিওলা সরাসরি জানিয়ে দিয়েছেন কোন ক্লাব বা ব্যক্তিকে ছোট করা হয়নি তাদের ডকুমেন্টারিতে। তবে মরিনহোর একটি কথার সাথে সহমত প্রকাশ করেছেন গার্দিওলাও।

ম্যান সিটির নির্মিত ডকুমেন্টারিতে দেখা যায় গত ডিসেম্বরে ম্যানচেস্টার ডার্বি ম্যাচটির বর্ণনায় বলা হচ্ছে, ‘পজেশন বনাম ডিফেন্স; আক্রমণাত্মক ফুটবলের বিপক্ষে বাস পার্কিং’ অর্থাৎ বল দখলের সাথে রক্ষণের লড়াই। এই কথায় ক্ষেপেছেন মরিনহো। তার দলকে রক্ষণশীল বলাটা অপমানজনক বলে মনে করছেন এই পর্তুগিজ কোচ।

ডকুমেন্টারি দেখে নিজের প্রতিক্রিয়ায় মরিনহো বলেন, ‘আপনি চাইলেই অন্যকে অপমান না করেও দুর্দান্ত একটি মুভ্যি বানাতে পারেন। আপনার সিনেমার গল্প দাঁড় করাতে কাউকে অপমান করার দরকার পড়ে না। আপনি বড় ক্লাব হতে পারেন, অনেক টাকা খরচ করে দামী খেলোয়াড় হতে পারবেন। তবে আপনি টাকা দিয়ে কোনভাবেই দক্ষতা কিনতে পারবেন না। এটা অবধারিত।’

Advertisement

রোববার হাডার্সফিল্ডকে ৬-১ গোলে হারানোর পরে মরিনহোর এই কথার জবাব দেন গার্দিওলা। তিনিও একমত প্রকাশ করেন মরিনহোর শেষ কথার সাথে। গার্দিওলা বলেন, ‘আমি মরিনহোর সাথে একমত। আপনি টাকা দিয়ে দক্ষতা কিনতে পারবেন না। আমরা টাকা দিয়ে দক্ষতা কিনতে পারি না। আমার মনে হয় আমরা দুর্দান্ত এক মৌসুম পার করেছি। মাঠে ক্যামেরা ছিল, আমরা সবাই নিজেদের সাফল্য রচনা করেছি। মরিনহোর কথা মোতাবেক কাউকে অপমান করে নয়।’

এসময় মরিনহোর অপমান করার অভিযোগের ব্যাপারে গার্দিওলা বলেন, ‘কাউকে অপমান করা আমাদের ইচ্ছা ছিল না। গত মৌসুমে যা হয়েছে আমরা তাই পর্দায় দেখিয়েছি। ম্যান সিটি এমন একটা ক্লাব যেটা বড় হতে শুরু করেছে, শিরোপা জিততে চেষ্টা করছে বিশ্বের বড় ক্লাবগুলোর মতোই। আমরা এসবই আমাদের সমর্থকদের দেখানোর চেষ্টা করছি। কিন্তু মরিনহো যা বললো তা মোটেও নয়। কাউকে ছোট করিনি আমরা। তবে হ্যাঁ আমি তার সাথে একমত যে টাকা দিয়ে দক্ষতা কেনা সম্ভব নয়।’

এসএএস/জেআইএম

Advertisement