হজের আনুষ্ঠানিকতা আজ (রোববার) ফজরের ওয়াক্ত থেকে শুরু হয়েছে। এর আগে হজযাত্রীরা শনিবার রাতে মিনায় এসে বিভিন্ন তাবুতে অবস্থান নেন।
Advertisement
এদিকে পবিত্র হজ পালনে সৌদি আরব যাওয়া বাংলাদেশিদের মধ্যে এখনও ৬ জন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হজ পালনের এক বুক আশা নিয়ে তারা দেশ থেকে পবিত্র ভূমিতে পা রেখেছিলেন। কিন্তু এখানে পৌঁছানোর পর তারা কেউ জটিল হৃদরোগ; আবার কেউবা লিভার, পা ভাঙা কিংবা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।
বাংলাদেশ হজ মেডিকেল টিমের প্রধান ডা. জাকির হোসেন খান বলেন, জটিল এ ৬ জনকে অ্যাম্বুলেন্সে নিয়ে এসে হজ করানো হবে। তাদের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন নারী।
তিনি জানান, শনিবার পর্যন্ত মক্কার বিভিন্ন সরকারি হাসপাতালে ২৫ জন ভর্তি থাকলেও শনিবার রাতে ১৯ জনকে রিলিজ দেয়া হয়েছে।
Advertisement
এদিকে শনিবার বাংলাদেশ হজ মেডিকেল সেন্টারে সাড়ে তিন হাজারেরও বেশি রোগী চিকিৎসা নেন। এরমধ্যে একহাজারেরও বেশি আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনে আক্রান্ত ছিলেন।
এমইউ/এমএমজেড/এমএস