নেইমার-এমবাপের পুরোনো জুটি, সঙ্গে যোগ হয়েছেন কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। প্রতিপক্ষের জন্য প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এখন মূর্তিমান এক আতঙ্কই। রোববার রাতে লিগ ওয়ানে কিলিয়ান এমবাপের জোড়া গোলের সঙ্গে নেইমারের একটি মিলিয়ে গুইনবাম্পকে ৩-১ ব্যবধানে হারিয়েছে থমাস টাকেলের শিষ্যরা।
Advertisement
এই ম্যাচে পোস্টের নিচে জিয়ানলুইজি বুফনের জাদু দেখা গেল বেশ। ম্যাচের ১৪তম মিনিটে নোলান রক্স আর লোডোভিক ব্লাসের জোড়ালো দুটি শট অবিশ্বাস্য দক্ষতায় ফিরিয়ে দেন ইতালিয়ান কিংবদন্তি। তবে তার সেই প্রতিরোধ শেষপর্যন্ত ভেঙে দেন রক্স। ২০তম মিনিটে মার্কোস কোকোর কাছ থেকে বক্সের মধ্যে বল পেয়ে চোখের পলকে সেটা জালে জড়িয়ে দেন তিনি (১-০)।
২৫তম মিনিটে আরও এক গোল পেয়ে গিয়েছিল গুইনগাম্প। তবে বক্সের মধ্যে প্রতিপক্ষ ডিফেন্ডারকে ফাউল করায় নিকোলাস বেনেজেতের হেড থেকে পাওয়া গোলটি ভিএআরের মাধ্যমে বাতিল করে দেন রেফারি।
বিরতির আগে অ্যাঞ্জেল ডি মারিয়ার দুইবারের চেষ্টা প্রতিহত করে দেন গুইনগাম্প গোলরক্ষক। বিরতির পর ৫১ মিনিটে নেইমারকে বক্সের মধ্যে ফেলে দেন জর্ডান ইকুকু, পেনাল্টি পায় পিএসজি। দলকে সমতায় ফেরাতে ভুল করেননি নেইমার (১-১)।
Advertisement
ম্যাচের ৮২ মিনিটে ডান পায়ের জোড়ালো শটে দারুণ এক গোল করেন বদলি হিসেবে খেলতে নামা কিলিয়ান এমবাপে (২-১)। নির্ধারিত সময় শেষ হবার ঠিক আগমূহুর্তে (৯০ মিনিটে) আরও একটি গোল পেয়ে যান ফরাসি ফরোয়ার্ড (৩-১)। এই গোলটি আসে নেইমারের অ্যাসিস্ট থেকে।
এমএমআর/এমএস