ম্যাচের তখন ৬৩ মিনিট চলছে। লিওনেল মেসিকে থামাতে হন্তদন্ত হয়ে ঝাঁপিয়ে পড়লেন আলাভেস খেলোয়াড়রা। বার্সা অধিনায়ককে বক্সের বাইরে ফেলে দিলেন। ফ্রি-কিক পেল বার্সেলোনা।
Advertisement
মেসি মানেই চোখ ধাঁধানো ফ্রি-কিক। বল চড়কির মতো ঘুরে জালে জড়িয়ে যাওয়া। মানব দেয়াল বানানো আলাভেস খেলোয়াড়রা তাই লাফিয়ে উঠেছিলেন। চট করে বলটা তাদের পায়ের নিচ দিয়ে পাঠিয়ে দিলেন মেসি। দুর্দান্ত এক গোল।
আর্জেন্টাইন তারকার জাদুতেই লা লিগায় নিজেদের ৬ হাজারতম গোলের দেখা পেল বার্সেলোনা। ৫ হাজারতম গোলটিও এসেছিল এই মেসিরই পা থেকে নয় বছর আগে, ২০০৯ সালে।
আলাভেসের বিপক্ষে ম্যাচটিতে ওই গোলের পরও আরও একটি গোল করেছেন মেসি। তার জোড়া গোলে ভর করেই ৩-০ ব্যবধানের বড় জয় নিয়ে মৌসুম শুরু করেছে বার্সেলোনা।
Advertisement
লা লিগায় বার্সার ৬০০০ গোল :
১-মিগুয়েল পেরেরা (১৯২৯)১০০০-মার্কোস ওরেলিও (১৯৫০)২০০০-পেদ্রো টমাস জাবালা (১৯৬৪)৩০০০-কুইনি (১৯৮২)৪০০০-গুইলের্মো আমোর (১৯৯৬)৫০০০-লিওনেল মেসি (২০০৯)৬০০০-লিওনেল মেসি (২০১৮)
এমএমআর/এমএস
Advertisement