সিপিএলে নিজেদের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদকে দলে রাখেনি সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। ম্যাচে হেরে গিয়েছিল বড় ব্যবধানে। পরের ম্যাচেই একাদশে সুযোগ পান মাহমুদউল্লাহ, জয় পায় সেন্ট কিটস। কিন্তু তৃতীয় ম্যাচে আর কাজ করলো না মাহমুদউল্লাহ জুজু।
Advertisement
জ্যামাইকা তালাওয়াজের বিপক্ষে ম্যাচে মাহমুদউল্লাহ ব্যাট হাতে চেষ্টা করলেও জেতাতে পারেননি দলকে। ৪৭ রানে হেরে তিন ম্যাচের মধ্যেই দুটি পরাজয় দেখে ফেলল সেন্ট কিটস। বোলিং করার সুযোগ না পেলেও ব্যাট হাতে ২ চার ও ১ ছয়ের মারে ১৫ বলে ২২ রান করেন মাহমুদউল্লাহ।
জ্যামাইকার করা ১৭৮ রানের জবাবে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩১ রান করতে পেরেছে মাহমুদউল্লাহর দল। সেন্ট কিটসের পক্ষে রিয়াদের চেয়ে বেশি রান করেছেন কেবল ক্রিস গেইল। ধীরগতির ব্যাটিংয়ে ২৫ বল খেলে মাত্র ২৪ রান করেন তিনি।
আগে ব্যাট করে রস টেলর, কেনার লুইস ও গ্লেন ফিলিপসের ঝড়ো ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান করে জ্যামাইকা। টেলর ৩৫ বলে ৫১, কেনার ২৪ বলে ৪৯ ও ফিলিপসের ব্যাট থেকে আসে ৩৮ বলে ৪১ রানের ইনিংস।
Advertisement
আগামী বুধবার ২২ আগস্ট তারিখে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
এসএএস/আরআইপি