খেলাধুলা

ফুটবল দিয়ে বাংলাদেশের এশিয়ান গেমস শুরু মঙ্গলবার

এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের এক সপ্তাহ আগে মাঠে গড়িয়েছে ফুটবল। ইন্দোনেশিয়ার জাকার্তা পালেমব্যাংয়ে বসেছে এশিয়ার সবচেয়ে বড় এ ক্রীড়া প্রতিযোগিতার ১৮তম আসর। ১৮ আগস্ট গেমসের উদ্বোধন জাকার্তায়। ১০ আগস্ট হংকং ও লাওসের ম্যাচ দিয়ে শুরু হয়েছে গেমসের অন্যতম আকর্ষণ ফুটবল। বাংলাদেশ ফুটবল দল নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে মঙ্গলবার। প্রতিপক্ষ উজবেকিস্তান। বাংলাদেশ সময় বিকেল ৩ টায় শুরু হবে ম্যাচটি। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ থাইল্যান্ড ও কাতার। এ নিয়ে এশিয়ান গেমসে তৃতীয়বারের মতো উজবেকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আগের দুইবার গুয়াংজু ও ইনচিয়নে ৩-০ গোলে জিতেছে উজবেবিস্তান। এশিয়ান গেমসের বাইরে দুই দেশের অনূর্ধ্ব-২৩ দলের আরেকবার সাক্ষাত হয়েছিল অলিম্পিক প্রি-কোয়ালিফাইং রাউন্ডে। ঢাকায় অনুষ্ঠিত সে ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৪-০ গোলে।

Advertisement

অনূর্ধ্ব-২৩ এবং জাতীয় দল কখনোই জিততে পারেনি উজবেকিস্তানের বিরুদ্ধে। এমন কী ড্রও করতে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। দুই দেশের জাতীয় দল এ পর্যন্ত মুখোমুখি হয়েছে ৩ বার। ১৯৯৯ সালে প্রথম ম্যাচে বাংলাদেশের হারের ব্যবধান ছিল ৬-০ গোলে। ২০০৬ সালে দুইবারের সাক্ষাতে উজবেকিস্তানের জয়ের ব্যবধান ছিল ৫-০ ও ৪-০ গোলে।

এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশ কখনোই গ্রুপ পর্ব টপকাতে পারেনি। এর আগে ২৩ ম্যাচ খেলে জিতেছে মাত্র ৩টিতে। বাকি ২০ টি হার। উজবেকিস্তানের বিরুদ্ধে অতীত ফলাফলে বাংলাদেশ পিছিয়েই থাকবে নিজেদের প্রথম ম্যাচে।

এশিয়ান গেমসে ফুটবল ছাড়াও বাংলাদেশ অংশ নিচ্ছে কাবাডি, অ্যাথলেটিক, সাঁতার, শুটিং, ভারোত্তোলন, কুস্তি, গলফ, ব্রীজ, বাস্কেটবল, রোইং, বিচ ভলিবল, রোইং ও আরচারিতে।

Advertisement

এশিয়ান গেমসের ফুটবল দল

আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান, বিশ্বনাথ ঘোষ, ফজলে রাব্বি, জাফর ইকবাল, জামাল ভূঁইয়া, মাহবুবুর রহমান, তপু বর্মন, মাহফুজ হাসান প্রীতম, মনজুরুর রহমান, মাসুক মিয়া জনি, মো. আবদুল্লাহ, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, সা’দ উদ্দিন, রহমত মিয়া, মতিন মিয়া, রবিউল হাসান, বিপুল আহমেদ, আতিকুর রহমান ফাহাদ।

ম্যানেজার : সত্যজিৎ দাস রুপু, কোচ-জেমি ডে, সহকারী কোচ-স্টুয়ার্ট পল ওয়াটকিস, ফিটনেস কোচ-রজার পল ডেভিস।

আরআই/এমএমআর/পিআর

Advertisement