দেশজুড়ে

ফুলগাজীতে গোখরাসহ ৭টি বিষধর সাপ উদ্ধার

ফেনীর ফুলগাজী উপজেলায় গোখরাসহ ৭টি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে থানার কম্পাউন্ড থেকে সাপগুলো উদ্ধার করা হয়।

Advertisement

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, ফুলগাজী থানা কম্পাউন্টে প্রায় সময়ই সাপের বিচরণ দেখা যায়। তাই আজ সকালে সাপুড়ে ভাড়া করা হলে তারা এসে ২টি গোখরো, ৩টি ধারাইশ ও ২টি দুধরাজ উদ্ধার করে। এ নিয়ে এলাকায় ভীতিকর অবস্থা বিরাজ করছে।

কুমিল্লা চাঁন্দিনা থেকে আসা সাপুড়িয়া শাহজামান বলেন, থানার কম্পাউন্ডে তেমন আর কোনো বিষধর সাপ নেই। যা ছিল তা উদ্ধার করা হয়েছে।

সাপ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির জানান, থানার কম্পাউন্ড থেকে বিভিন্ন প্রজাতির বিষধর ৭টি সাপ উদ্ধার বরা হয়েছে। তবে সাপগুলো উদ্ধার করে সাপুড়েরা নিয়ে গেছে।

Advertisement

আরএ/আরআইপি