শুক্রবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লিস্টার সিটির মধ্যকার ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম। মৌসুমের প্রথম ম্যাচে স্বস্তির জয়েই মাঠ ছেড়েছে হোসে মরিনহোর ম্যানইউ।
Advertisement
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি লুকাকু-পগবাদের। তবে শেষদিকে লিস্টার ফরোয়ার্ড জেমি ভার্ডি গোল করে বসলে চিন্তার রেখা দেখা দেয় ম্যানইউ বস মরিনহোর কপালে।
পল পগবা ও লুক শ’র গোলে ২-১ গোলের জয় পেয়েছে ম্যানইউ। লিস্টারের পক্ষে গোল শোধ করেন জেমি ভার্ডি। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন পগবা।
প্রথমার্ধে আর গোল করতে পারেনি কোন দল। দ্বিতীয়ার্ধেও প্রায় অনেকখানি সময় পেরিয়ে গেলেও গোল হচ্ছিল না ম্যাচে। তবে ৮৩তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লুক শ। ম্যাচ শেষের ঠিক আগে অতিরিক্ত যোগ করা সময়ে লিস্টারের পক্ষে একমাত্র গোলটি করেন ভার্ডি।
Advertisement
এসএএস/এমএস