মাগুরার মহম্মদপুরে ‘বন্দুকযুদ্ধে’ বাশার বিশ্বাস সোহাগ (৪০) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড বন্দুকের গুলি, ৩টি গুলির খোসা এবং ৪টি রামদা উদ্ধার করেছে।
Advertisement
পুলিশের দাবি, নিহত বাশার ডাকাত দলের সদস্য। তার নামে মহম্মদপুর থানায় চুরি ও ডাকাতির ১২টি মামলা রয়েছে। সে মহম্মদপুর উপজেলার নহাটা গ্রামের গোলাম সরোয়ার বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, রাত ২টার দিকে উপজেলার রামপুর এলাকায় দু’দল ডাকাত ডাকাতির মালামাল ভাগাভাগি করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ আহত অবস্থায় বাশার বিশ্বাসকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জাগো নিউজকে জানান, নিহত ডাকাত বাশারের নামে মহম্মদপুর থানায় চুরি ও ডাকাতির ১২টি মামলা রয়েছে।
Advertisement
আরাফাত হোসেন/এফএ/এমএস