খেলাধুলা

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কার সাবধানী শুরু

বারবার বৃষ্টি বাধায় পড়ছে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার চতুর্থ ওয়ানডেটি। বৃষ্টির কারণে সময়মতো ম্যাচ শুরু করা যায়নি। শুরু হতে না হতেই আবারও বৃষ্টির হানা। এক ওভার পেরুতেই মাঠ ছেড়ে ছাতার নিচে ছুটতে হয়েছে দুই দলের খেলোয়াড়দের।

Advertisement

একটু অপেক্ষার পরই অবশ্য বৃষ্টি থেমেছে, খেলাও আবার শুরু হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ২৬ রান। নিরোশান ডিকভেলা ১৭ আর উপুল থারাঙ্গা ৭ রান নিয়ে উইকেটে আছেন।

টসে হেরে প্রথমে ব্যাট করছে শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে শুরুতে পাঁচ ওভার কমিয়ে ৪৫ ওভারের ম্যাচ করা হয়। পরে আরেকবার বৃষ্টি হলে আরও দুই ওভার কমিয়ে দেয়া হয়েছে। ফলে ৪৩ ওভার ব্যাট করেই দক্ষিণ আফ্রিকাকে জয়ের লক্ষ্য ছুঁড়ে দিতে হবে স্বাগতিকদের।

প্রথম তিন ওয়ানডে জিতে সিরিজ আগেভাগেই নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। শেষ দুই ম্যাচ তাই ডেড রাবারে পরিণত হয়েছে। তবে ঘরের মাঠে হোয়াইটওয়াশের শঙ্কা এড়াতে আজ জয়ের দিকেই চোখ থাকছে লঙ্কানদের।

Advertisement

এমএমআর/জেআইএম