বলিউড বাদশাহ শাহরুখ খান ২৫ বছরেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন বলিউডের রূপালি পর্দায়। এই বলিউড সুপারস্টার শুধু পর্দায় নয়, নিজ ব্যক্তিত্বের আলো ছড়িয়ে যাচ্ছেন পর্দার বাইরেও। সামাজিক ও দাতব্য বেশ কিছু সংগঠনের মাধ্যমে কাজ করে যাচ্ছেন মানবকল্যাণে।
Advertisement
এর আগেও ভারতে বেশ কয়েকটি ক্যান্সার নিরাময় কেন্দ্রে নিয়মিত অর্থ সহায়তা দিয়েছেন শাহরুখ। তবে এবার সমাজের এসিড আক্রান্ত নারীদের জন্য কাজ করার ঘোষণা দিলেন কিং খান। আর এর জন্য ইতোমধ্যেই শাহরুখের দাতব্য প্রতিষ্ঠান মীর ফাউন্ডেশন ও ভোগ ম্যাগাজিন একটি চুক্তি করেছে। এখন থেকে যৌথভাবে এসিড আক্রান্তদের চিকিৎসা ও আইনি সহায়তা প্রদান করবে প্রতিষ্ঠান দুটি।
এমন উদ্যোগ নেয়ার ব্যাপারে শাহরুখ তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম একাউন্টে বলেন, ‘সৌন্দর্য্য কেবল গায়ের চামড়ায় থাকে না। মানুষের অভ্যন্তরীন সৌন্দর্য্যটাই মূল শক্তি। সেই শক্তিকে আমাদের তুলে ধরতে হবে।’
আরএএইচ/এলএ/আরআইপি
Advertisement