খেলাধুলা

রোনালদো জুভেন্টাসে আসবেন, বিশ্বাসই হয়নি কিয়েল্লিনির

‘ভেবেছিলাম, রোনালদোর জুভেন্টাসে আসা অসম্ভব’-জুভ ডিফেন্ডার জর্জিয়া কিয়েল্লিনির বিশ্বাসই হচ্ছিল না রিয়াল মাদ্রিদের নয় বছরের ঘর-সংসার ছেড়ে ইতালিতে চলে আসছেন সিআরসেভেন। তবে পরে তার কিছুটা বিশ্বাস হয়েছে। মনে হয়েছে, আসলেও আসতে পারেন।

Advertisement

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রোনালদো ঠিকই পা রেখেছেন ইতালির তুরিনে। ১১২ মিলিয়ন ইউরো চুক্তিতে রিয়ালের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছেন ৩৩ বছর বয়সী পর্তুগিজ যুবরাজ।

বুধবার যুক্তরাষ্ট্রে এমএলএস অলস্টারের বিপক্ষে খেলবে জুভেন্টাস। সেই ম্যাচকে সামনে রেখে অনুশীলন চলছে। সেখানেই কিয়েল্লিনি বললেন, রোনালদোর ইতালিতে আসার খবর তাকে কতটা বিস্মিত করেছিল।

কিয়েল্লিনি বলেন, ‘(প্রথমবার যখন রোনালদোর কথা শুনি), আমি বন্ধুদের বলেছিলাম, 'নাহ, এটা অসম্ভব।' তবে প্রথম দিন যাবার পর (আমি ভেবেছিলাম) হলেও হতে পারে। আমাদের ম্যানেজার, পরিচালক...এটাকে বাস্তব করেছেন। জুভেন্টাস ধীরে ধীরে উন্নতি করছে, বছরের পর বছর। আর আমাদের ক্রিশ্চিয়ানোর মতো একজন চ্যাম্পিয়ন দরকার।’

Advertisement

রোনালদোর সঙ্গে একই দলে খেলার আগে ভীষণ রোমাঞ্চিতও কিয়েল্লিনি। তার আশা, সাবেক রিয়াল তারকা জুভেন্টাসকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে পারবেন, ‘আমরা রোমাঞ্চিত, আমরা তার সঙ্গে কাজ করে প্রস্তুত। ক্লাবের সবাই-খেলোয়াড়, মার্কেটিং ম্যানেজার, ডিরেক্টর, সবাই ক্রিশ্চিয়ানোর সঙ্গে সম্পর্ক তৈরিতে মুখিয়ে আছে। আমরা আশা করছি, তিনি আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করতে পারবেন।’

এমএমআর/জেআইএম