রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত জুন মাসে আক্রান্তের সংখ্যা ২৬৭ জন থাকলেও চলতি মাসের প্রথম ২৫ দিনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯০ জনে।
Advertisement
চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারি মাসে একজন ও গত দুই মাসে তিনজন করে মোট ছয়জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২২ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ৫৭ জন।
স্বাস্থ্য অধিদফতরের ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজেমেন্ট সেন্টার ও স্বাস্থ্য অধিদফতর নিয়ন্ত্রণ কক্ষের ইনচার্জ ডা. আয়েশা আখতার বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত মোট ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে মোট সাতজন মারা গেছেন।
Advertisement
মাসওয়ারি পরিসংখ্যানে দেখা গেছে জানুয়ারিতে ২৬ জন, ফেব্রুয়ারীতে ৭ জন, মার্চে ৫ জন, এপ্রিল ১৪, মে মাসে ৩৫, জুনে ২৬৭ ও জুলাই ২৫ পর্যন্ত ৫৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি ও পারিবারিক জনসচেতনতার বিকল্প নেই। বর্তমানে রাজধানীসহ সারাদেশে থেমে থেমে বৃষ্টির কারণে বাসাবাড়ির আঙিনাতে ফুলের টব, টায়ার, ফ্রিজ ও এসিতে জমে থাকা পরিষ্কার পানিতে ডেঙ্গুবাহী এডিস মশা লার্ভা ছাড়ছে।
ডেঙ্গু থেকে বাঁচতে যেসব জায়গায় মশা জন্ম নেয়, ওইসব জায়গা পরিষ্কারে নগরের প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। নিজ বাড়ির আঙিনা ও চারপাশ পরিষ্কার রাখতে হবে। মশার ওষুধ ছিটানোর পাশাপাশি ঘুমানোর সময় প্রয়োজনে মশারি টানাতে হবে বলে তারা মন্তব্য করেন।
এমইউ/এনএফ/জেআইএম
Advertisement