আগামী ৯ আগস্ট মুম্বাইয়ের অন্ধকার জগতের 'ডন' হিসেবে পরিচিত দাউদ ইব্রাহিমের আরও এক সম্পত্তি নিলামে তুলবে ভারত সরকার। এ জন্য আগামী আগস্ট দিন নির্ধারণ করা হয়েছে। ওইদিন মুম্বাইয়ের পাকমোদিয়া স্ট্রিটে, দাউদের পরিবারের নামে থাকা বাড়িটি নিলামে তোলা হবে।
Advertisement
দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রণালয় সম্পর্কিত নোটিশে মধ্য মুম্বাইয়ের ভেন্ডিবাজার অঞ্চলের 'মাসুল্লা' নামে এই ভবনটির ন্যূনতম দাম ধরা হয়েছে ৭৯.৪৩ লাখ ভারতীয় রুপি। চোরাচালানকারী ও বৈদেশিক বিনিময় (সম্পত্তি দখল) আইনে দাউদের পরিবারের এই সম্পত্তির দখল নেয় ভারত সরকার।
নোটিশে বলা হয়েছে উল্লেখিত দিনে সকাল ১০ থেকে দুপুর ১২টার মধ্যে ওয়াই বি চাভন অডিটোরিয়ামে এই নিলাম অনুষ্ঠিত হবে। পাবলিক অকশানের পাশাপাশি ই-টেন্ডার এবং সিলড টেন্ডারের মাধ্যমেও এই নিলামে অংশ নেয়া যাবে। এজন্য আমানত হিসেবে ২৫ লাখ টাকা আগামী ৬ আগস্টের মধ্যে জমা দিতে হবে।
সম্প্রতি শীর্ষ আদালতের এক নির্দেশের প্রেক্ষিতে দাউদ ইব্রাহিম ও তার পরিবারের নামে থাকা তিনটি সম্পত্তির দখল নেয় ভারতের কেন্দ্রীয় সরকার। সূত্র : এই সময়
Advertisement
এমএমজেড/জেআইএম