খেলাধুলা

বিশ্বের সবচেয়ে দামী গোলরক্ষক ব্রাজিলের অ্যালিসন

রাশিয়া বিশ্বকাপ শুরুর আগে থেকে গুঞ্জন শোনা যাচ্ছিলো ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার নাম লেখাবেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে। তখন তার ট্রান্সফার ফি ভাবা হচ্ছিলো ৪০ মিলিয়ন ইউরো।

Advertisement

কিন্তু বিশ্বকাপে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ায় তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে রিয়াল মাদ্রিদ। তবে অ্যালিসনের খেলায় মুগ্ধ হয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। ফলে রেকর্ড গড়েই ব্রাজিলিয়ান গোলরক্ষককে নিজেদের দলে ভিড়িয়েছে ইংল্যান্ডের প্রাচীন ক্লাবটি।

ইতালিয়ান ক্লাব রোমা থেকে লিভারপুলে যোগ দিতে অ্যালিসনের ট্রান্সফার ফি ধরা হয়েছে ৭৫ মিলিয়ন ইউরো। যা কিনা পূর্বের রেকর্ডের চেয়ে ৩২ মিলিয়ন বেশি। এর আগে ২০০০-০১ মৌসুমে পার্মা থেকে জুভেন্টাসে যোগ দিতে কিংবদন্তী গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের ট্রান্সফার ফি ছিল ৪৩ মিলিয়ন ইউরো।

গত মৌসুমে গোলকিপিং নিয়ে লিভারপুল বেশ বিড়ম্বনায় পড়াতেই মূলত এত চড়া মূল্যে সময়ের অন্যতম সেরা গোলরক্ষককে ক্লাবে ভিড়িয়েছে লিভারপুল। এছাড়াও আসন্ন মৌসুমের জন্য এরই মধ্যে গিনির নাবি কেইটা, ব্রাজিলের ফাবিনহো ও সুইজারল্যান্ডের জারদান শাকিরিকে দলে নিয়েছে লিভারপুল।

Advertisement

এসএএস/পিআর