খেলাধুলা

অধিনায়কদের মধ্যে সবার ওপরে কোহলি

নাম যেমন তার ‘বিরাট’ কোহলি, ক্রিকেট মাঠে কাজও তিনি করেন সব বিরাট বিরাট। ক্রিকেটে ব্যাটিংয়ের অসংখ্য রেকর্ড নিজের করেছেন কোহলি। মঙ্গলবার আরো একটি রেকর্ডে সবার ওপরে নিজের নাম বসিয়েছেন তিনি।

Advertisement

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ব্যাট করতে নেমে ওয়ানডে ইতিহাসের দ্রুততম অধিনায়ক হিসেবে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের ১০ম ওভারে ডেভিড উইলির বলে এক রান নিয়ে এই কীর্তি গড়েন কোহলি।

অধিনায়ক হিসেবে ওয়ানডেতে তিন হাজার রান করতে মাত্র ৪৯ ইনিংস খেলেছেন কোহলি। যেখানে তার কাছাকাছি দ্রুততম তিন হাজার রান সংগ্রাহক এবি ডি ভিলিয়ার্সের লেগেছিল ৬০ ইনিংস। এই তালিকায় পরের তিন নাম হলো মহেন্দ্র সিং ধোনি (৭০ ইনিংস), সৌরভ গাঙ্গুলি (৭৪ ইনিংস) এবং গ্রায়েম স্মিথ ও মিসবাহ উল হক (৮৩ ইনিংস)।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও আরেকটি রেকর্ড গড়েছিলেন কোহলি। দ্রুততম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০০ রানের রেকর্ড। মাত্র ৫৬ ইনিংস খেলে সিরিজের প্রথম টি-টোয়েন্ট ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০০ রান পূরণ করেন তিনি।

Advertisement

এসএএস/এমএস