জাতীয়

‘আল্লাহর সান্নিধ্য ছাড়া সবই মিছে’

‘বয়স হয়েছে। চাকরি জীবন থেকে অবসর নিয়ে জীবনের শেষ প্রান্তে রয়েছি। এখন নামাজ কালাম আর দোয়া দরুদের মধ্যেই দিন কাটছে।’

Advertisement

এমনটিই জানান কুড়িগ্রামের আফজল হোসেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। এ বছর নন-ব্যালটি হিসেবে হজে যাচ্ছেন। ক্যাম্পে এসেছেন সোমবার (১৬ জুলাই)।

মঙ্গলবার (১৭ জুলাই) রাতে জেদ্দার উদ্দেশ্যে রওয়ানা দেবেন। মঙ্গলবার সকালে হজ ক্যাম্পে হাঁটাহাঁটি করছিলেন তিনি। এ সময় কথা হয় জাগো নিউজের সঙ্গে।

তিনি বলেন, একটা সময় ছিল যখন সব ভালো লাগতো। ঘুরেছি, বেড়িয়েছি। এখন মনে হচ্ছে সব মিছে। ওনার কাছে (আাল্লার কাছে) চলে যেতে হবে এটাই সত্যি।

Advertisement

আফজল হোসেন বলেন, জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহর দরবারে যাচ্ছি মাফ চাইতে। লক্ষ্য একটাই নিষ্পাপ হওয়া। নিষ্পাপ হয়ে মরতে চাই।

কেবল আফজল হোসেন-ই নয়, হজযাত্রী সবাই আল্লাহর দরবারে ছুটছেন ইহকালের মায়া ভুলে। আল্লাহকে রাজি করাই তাদের একমাত্র উদ্দেশ্য। বিদায়ের আগে স্বজনদের সঙ্গে দেখা করে সবাই মাফ চেয়ে নিচ্ছেন।

আফজল হোসেনের মতে, আর দেখা নাও হতে পারে তাই সবার কাছ থেকে মাফ চেয়ে বিদায় নিয়েছি। আপনারাও দোয়া করবেন।

উল্লেখ্য, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজারসহ মোট এক লাখ ২৬ হাজার ৭৯৮ বাংলাদেশি হজ পালন করবেন

Advertisement

আরএম/এএইচ/এমএস