তাকে নিয়ে জল ঘোলা কম হয়নি। বিশ্বকাপের মাঝেই রোনালদোর রিয়াল মাদ্রিদ ছাড়ায় গুঞ্জন শুরু হয়েছিল এমবাপের রিয়াল মাদ্রিদে যাওয়ার। কিন্তু সেই সম্ভাবনাকে একদম উড়িয়ে দিলেন এই পিএসজি তারকা। ক্রোয়েশিয়াকে বিশ্বকাপ ফাইনালে হারিয়ে পিএসজিতেই থাকার ঘোষণা দিলেন ফ্রান্সের এই ওয়ান্ডার বয়।
Advertisement
বিশ্বকাপে ১৯ বছর বয়সে ফাইনালে গোল করে গড়েছেন রেকর্ড। জিতেছেন বিশ্বকাপের সেরা উদীয়মান তারকার পুরস্কারও। নিজের দলবদল নিয়ে এমবাপে বলেন, ‘আমি অবশ্যই পিএসজিতে থাকছি। আমি সঠিক রাস্তায় রয়েছি। এই বিশ্বকাপের মাধ্যমেই আমার ফুটবল অধ্যায়ের মাত্র শুরু।’
পুরো বিশ্বকাপে করেছেন চার গোল। ফাইনালের মঞ্চেও করেছেন দুর্দান্ত একটি গোল। এমবাপে বলেন, ‘আমি সবসময় এমনই খেলে থাকি। ফাইনালে গোল করাটাও এমন সাধারণ খেলারই অংশ। এমনভাবে খেলার জন্য পরিশ্রম করতে হবে আপনাকে। কিন্তু এটাই শেষ নয়, আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের লক্ষ্য আরো বেশি কিছু করা।’
বিশ্বকাপে দ্বিতীয় সবচেয়ে তরুণ দল নিয়ে এসেছিলেন কোচ দিদিয়ের দেশম। এই তরুণ দলটির সবাই বিশ্বাস করতেন তারা কিছু অর্জন করতে পারবেন। এমবাপে সেটাই মনে করিয়ে বলেন, ‘কিছু জিততে হলে আপনাকে বিশ্বাস রাখতে হবে, প্রতিভা থাকলেই কিন্তু হয় না। তবে আপনার প্রতিভা থাকাটা জরুরী। কিন্তু সবার উপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে। যারা বেশি আস্থা রাখবে নিজেদের উপর দিনশেষে তারাই জিতবে।’
Advertisement
আরআর/পিআর