খুলনা সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, দীর্ঘ দিনের আন্দোলনের ফসল এই জেলা শিল্পকলা একাডেমি। মান ঠিক রেখে এবং নির্ধারিত সময় অনুযায়ী নির্মাণ সম্পন্ন করতে হবে। ভবন নির্মাণে কোনো অনিয়ম হলে তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি।
Advertisement
শনিবার সকালে খুলনার শেরে বাংলা রোডে নির্মাণাধীন খুলনা জেলা শিল্পকলা একাডেমি কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মেয়র আরও বলেন, তিনি দ্রুত সময়ের মধ্যে ভবনটি নির্মাণ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এটির নির্মাণ কাজ সম্পন্ন হলে দেশের অন্যতম একটি দৃষ্টিনন্দন কমপ্লেক্স হবে এবং সাংস্কৃতিক অঙ্গনের কর্মকাণ্ড আরও বৃদ্ধি পাবে বলে জানান। আগামী সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা জেলা শিল্পকলা একাডেমি কমপ্লেক্স উদ্বোধন করবেন বলে মেয়র আশা প্রকাশ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান, গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিন্টু, জেলা কালচারাল কর্মকর্তা সুজিত কুমার সাহা, ঠিকাদার তৌহিদুল ইসলাম আজাদ এবং খুলনার সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বগণ।
Advertisement
আলমগীর হান্নান/আরএ/এমএস