যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হুমকিতে সিরিয়া থেকে ইরান সরে আসবে না। ইরান ও রাশিয়া যদি সিরিয়া থেকে সরে আসে তাহলে সন্ত্রাসীরা আবারও সেখানে প্রভাব বিস্তার করবে। ইরান ও রাশিয়ার উপস্থিতির কারণে সেখানে সন্ত্রাস দমন সম্ভব হয়েছে।
Advertisement
শুক্রবার মস্কোর ভালদাই ডিসকাশন ক্লাবে দেয়া ভাষণে এসব কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতি।
তিনি বলেন, সিরিয়া ও ইরাক সরকারের আনুষ্ঠানিক আবেদনের পরিপ্রেক্ষিতে ওই দুই দেশে সামরিক উপদেষ্টা পাঠানো হয়েছে। ইরানি উপদেষ্টারা সিরিয়া ও ইরাকে বৈধভাবে অবস্থান করছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ ইরানের নেই উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না। মার্কিন আগ্রাসন মোকাবিলায় ইরান সিরিয়ার সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে।
Advertisement
রাশিয়া ও ইরানের সঙ্গে সম্পর্কে ফাটল সৃষ্টি করতেই যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে ইরানি সামরিক উপদেষ্টাদের সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সূত্র : পার্স টুডে।
এনএফ/এমএস
Advertisement