শিক্ষা

নরসিংদীর ২৩৩ জনকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ২৩৩ জন সহকারী শিক্ষককে পদোন্নতি দেয়া হয়েছে। তারা নরসিংদী জেলার মধ্যে বিভিন্ন বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্বরত রয়েছেন।

Advertisement

গতকাল রোববার চলতি দায়িত্বে প্রধান শিক্ষক পদে পদোন্নতি সংক্রান্ত আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আদেশে বলা হয়, নরসিংদী জেলার পাঁচ উপজেলায় ২৩৩ জন সিনিয়র সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের চলতি দায়িত্বে পদোন্নতি দেয়া হয়েছে। এর মধ্যে রায়পুর উপজেলায় ৪৬ জন, পলাশ উপজেলায় ১৫ জন, বেলাব উপজেলায় ৩০ জন, মনোহরদীর ৩৫ জন, নরসিংদী সদরে ৫১ জন এবং শিবপুর উপজেলার ৪৪ শিক্ষক রয়েছেন।

পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের নির্দেশনা জারির পাঁচ কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

Advertisement

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এফ এম মনজুর কাদির জাগো নিউজকে বলেন, নরসিংদী জেলার ২৩৩ সিনিয়র সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের চলতি দায়িত্বে পদোন্নতি দেয়া হয়েছে।

প্রধান শিক্ষকশূন্য এমন ২২ জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে সিনিয়র সহকারী শিক্ষকদের পদোন্নতি দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে বাকি জেলাগুলোতেও একই উদ্যোগ নেয়া হবে।

গত ২৩ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোস্তাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য স্থানে জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের দায়িত্ব দেয়ার ঘোষণা দেন। এরপর থেকে প্রধান শিক্ষকের চলতি দায়িত্বে পদোন্নতি দেয়া শুরু হয়।

এমএইচএম/এমএআর/জেআইএম

Advertisement