জাতীয়

দেশে ফিরেছে বানৌজা ‘আবু বকর’ও ‘ধলেশ্বরী’

ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যৌথ টহলে অংশগ্রহণ ও ভারত সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘আবু বকর’ ও ‘ধলেশ্বরী’। রোববার সকালে জাহাজ দুটি নৌ জেটিতে এসে পৌঁছালে নৌবাহিনীর প্রচলিত প্রথা অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য পরিবেশনের মাধ্যমে তাদেরকে স্বাগত জানায়। এ সময় কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল এম আশরাফুল হকসহ অধীনস্থ সব অধিনায়ক এবং জাহাজ দুটির অফিসার ও নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisement

উল্লেখ্য, মোট ২৪৯ জন নৌসদস্য নিয়ে বানৌজা ‘আবু বকর’ এবং ১৭১ জন নৌসদস্য নিয়ে বানৌজা ‘ধলেশ্বরী’ যৌথ এ টহল ও সফরে অংশগ্রহণের উদ্দেশ্যে গত ২৮ জুন চট্টগ্রাম নৌ জেটি ছেড়েছিল। -আইএসপিআর

এমএমজেড/জেআইএম

Advertisement