বিনোদন

ঈদের নাটকে অপূর্ব-উর্মিলা

ঈদের নাটকে অপূর্ব-উর্মিলা

ছোট পর্দায় এই সময়েল জনপ্রিয় দুই তারকা অপূর্ব ও উর্মিলা শ্রাবন্তী কর। সম্প্রতি তার একটি নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন। নাটকটির নাম ‘নীল ফুল’। আসছে ঈদুল আজহা উপলক্ষে নির্মাণ করা হয়েছেন নাটকটি। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন অনন্য ইমন।

Advertisement

অপূর্ব বলেন, ‘রোজার ঈদের পর বেশকিছু দিন বিশ্রামে ছিলাম। এরপর আবার ঈদুল আজহার নাটকের শুটিং শুরু করেছি। এর মধ্যে কয়েকটি নাটকে অভিনয় করেছি। এই নাটকের গল্পটি অন্যরকম। মন খারাপের গল্পের এই নাটকে আবেগী একটি চরিত্রে অভিনয় করেছি আমি। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

উর্মিলা বলেন, ‘অপূর্ব ভাই ভালো একজন অভিনেতা। তার সঙ্গে নিয়মিতই কাজ করা হয় আমার। তাই আমাদের মধ্যে বোঝাপড়াটাও ভালো। এ নাটকের কাজটি ভালো হয়েছে। দর্শকরা নাটকটি দেখতে পাবেন, অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।’

নির্মাতা ইমন জানান, 'নীল ফুল' নাটকটি আগামী ঈদে যেকোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

Advertisement

এমএবি/এলএ/এমএস