প্রবাস

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হাজি মোহাম্মদ বিন সাবুরের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন। ৫ জুলাই বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টায় প্রতিরক্ষা মন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি।

Advertisement

এ সময় বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার পলিটিক্যাল মো. রইস হাসান সারোয়ার ও শ্রম কাউন্সিলর মো. সায়েদুল ইসলাম সঙ্গে ছিলেন।

সাক্ষাৎকালে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সম্প্রতি মিয়ানমারের রাখাইন প্রদেশের নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেয়া ও তাদের পাশে থেকে মানবতার দৃষ্টান্ত স্থাপন করায় বাংলাদেশকে সাধুবাদ জানান দেশটির নবনির্বাচিত মাহাথির সরকারের এ প্রতিরক্ষামন্ত্রী।

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হাজি মোহাম্মদ বিন সাবু বলেন, রোহিঙ্গা সঙ্কট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া। একই সঙ্গে রোহিঙ্গা সমস্যার সুষ্ঠু সমাধান প্রত্যাশা করেন তিনি। এছাড়া আলোচনায় দু'দেশের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে এবং মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ও আলোচনা হয়।

Advertisement

আলোচনা শেষে প্রতিরক্ষামন্ত্রী হাজি মোহাম্মদ বিন সাবু রাষ্ট্রদূতকে প্রতিরক্ষা বিভাগের ক্রেস্ট প্রদান করেন।

প্রতিরক্ষামন্ত্রী ১১ ও ১২ জুলাই বাংলাদেশ সফরে আসবেন।

এ সময় উপস্তিত ছিলেন- জয়েন্ট ফোর্স কমান্ডার দাতু হালিমি বিন আব্দুল মনাফ, মালয়েশিয়ার চিফ অব ডিফেন্স জুল কিফলী বিন জুনাইদ আবিদীন, ভাইস, অ্যাডমিরাল দাতুক মোহাম্মদ রেজা বিন মোহাম্মদ সানি।

এমআরএম/জেআইএম

Advertisement